Header Ads Widget

ট্রাকের ধাক্কায় রাজবাড়ীর পাংশায় নারী নিহত




 রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সামনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী আরজিনা খাতুন (৫০), তিনি বাবুপাড়া গ্রামের মৃত মোতালেব প্রামানিকের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরজিনা খাতুন সকালে হাঁটতে বের হয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়ার দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।


পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ