সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক নারী তার স্বামীকে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৪৫) এবং তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। পুলিশ জানায়, নাজমিন প্রথমে তার স্বামীকে হত্যা করেন এবং পরে একটি চিরকুট রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চিরকুটে লেখা ছিল, "আমি সব কিছু শেষ করে দিলাম। ...আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম।"
নাজমিন স্বামীকে হত্যার পর তার বুকের ওপর কলম দিয়ে লিখে যান, "সরি জান, আই লাভ ইউ।"
স্থানীয়দের মতে, আবুল কালামের দুই স্ত্রী ছিল। বড় স্ত্রী শারমিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। দ্বিতীয় স্ত্রী নাজমিন একই বাসায় বসবাসের দাবি জানালে বড় স্ত্রী শারমিন রাজি না হওয়ায় ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
0 মন্তব্যসমূহ