শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার ও জাতীয় নির্বাচনের আগে সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তুলেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এক কর্মী সম্মেলনে এই দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, যাদের ভোট কেটে নির্বাচনে জয়লাভ করার অভিপ্রায় রয়েছে, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। তিনি দাবি করেন, ‘নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন পরিচালনা করে, তাহলে চাঁদাবাজ-মাস্তানরা জয়ী হতে পারবে না। তাই কেউ কেউ স্থানীয় নির্বাচন ঠেকাতে চায়।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের মধ্যেও কিছু গোষ্ঠী ফ্যাসিবাদী চিন্তা ধারণ করছে। দেশবাসীর দুর্ভোগ লাঘবের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ফরিদপুর জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত কর্মীরা অংশগ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ