Header Ads Widget

ইসরায়েলের নিষেধাজ্ঞা: রমজানে আল-আকসায় যেতে বাধা ফিলিস্তিনিদের

 



পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসায় মুসল্লিদের আনাগোনা বেড়ে যায়। তবে দখলদার ইসরায়েল এই বছর ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা হুমকি দিয়েছে যে, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, তাদের এ বছর আল-আকসায় যেতে দেওয়া হবে না।


তার্কিস বার্তাসংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ৫৫ বছরের ঊর্ধ্বে পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের আল-আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ইসরায়েলের কারাগার থেকে যারা সম্প্রতি মুক্তি পেয়েছে, তাদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল তরুণ ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা চালালেও, অনেকেই এই বাধা উপেক্ষা করে সেখানে নামাজ পড়তে যান।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজান মাসে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেমের রাস্তাগুলোতে চেকপয়েন্ট বসানো হবে। প্রতিদিন তিন হাজারেরও বেশি ইসরায়েলি পুলিশ মোতায়েন থাকবে, যারা মুসল্লিদের চলাচলে নজরদারি করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ