রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন তরমুজের বাজারে রূপ নিয়েছে। শেখ হাসিনা দেশত্যাগের পর, গত ৫ আগস্ট থেকে কার্যালয়টি জনশূন্য হয়ে পড়ে। পহেলা রমজান থেকে স্থানীয় ব্যবসায়ীরা সেখানে তরমুজ নামিয়ে পাইকারী বিক্রি শুরু করেছেন।
রবিবার দুপুর ১২টায় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন পাইকারী ও খুচরা ক্রেতা এসে পছন্দমতো তরমুজ কিনছেন। প্রতি কেজি তরমুজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতা সাজ্জাদ হোসেন জানান, "পহেলা রমজান থেকেই এখানে তরমুজ বিক্রি হচ্ছে। পাইকারী ও খুচরা দুইভাবেই কেনা যাচ্ছে।"
আরেক ক্রেতা মো. ইসলাম বলেন, "আজ সকালে আমি দেড় শত টাকায় একটি তরমুজ কিনেছি। এখানে তরমুজের দাম কেজি প্রতি ৩০ টাকা।"
এভাবে আওয়ামী লীগ কার্যালয়ে এখন জমজমাট তরমুজের হাট বসেছে, যেখানে সাধারণ মানুষ সুলভ মূল্যে তরমুজ কিনতে পারছে।
0 মন্তব্যসমূহ