স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সকল নারী-পুরুষকে প্রকাশ্যে ধূমপান না করার জন্য আহ্বান জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইন পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, "পাবলিক প্লেসে ধূমপান করা নারী-পুরুষ নির্বিশেষে অপরাধ। তাই সবার উচিত উন্মুক্ত স্থানে ধূমপান থেকে বিরত থাকা।" এছাড়া রমজান মাসের প্রসঙ্গে তিনি সংযমের কথা তুলে ধরে বলেন, "রমজানে সবাইকে সংযমী হতে হবে। আর ধর্ম উপদেষ্টা অনুরোধ করেছেন দিনের বেলায় যেন কেউ প্রকাশ্যে খাবার না খান, এতে রোজাদারদের সম্মান করা হয়।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, "আমার জানামতে, তারা সিগারেট খাচ্ছিলেন, যা পাবলিক প্লেসে ধূমপানের আওতাভুক্ত। কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন, ফলে এই ঘটনা ঘটেছে।"
এসময় তিনি ব্যবসায়ীদের প্রতিও একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান, রমজান মাসে যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানো হয়। তিনি বলেন, "অন্যান্য দেশগুলোতে ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে, কিন্তু আমাদের দেশে রমজান মাসে দাম বাড়িয়ে দেওয়া হয়। আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তারা যেন রমজানের সময় পণ্যের দাম কমিয়ে রাখেন। এতে ভোক্তারা স্বস্তি পাবেন।"
পরিদর্শন শেষে উপদেষ্টা পুলিশ সদস্যদের জন্য ব্যারাকের খাবারের বিষয়ে জানান, রমজান মাসে পুলিশ সদস্যদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ