Header Ads Widget

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

 ✏ অনলাইন ডেস্ক | রাজবাড়ী সার্কেল

📅 প্রকাশ: ২৯ জুন ২০২৫


মৌলভীবাজারে এক নারী আইনজীবীর সামাজিক যোগাযোগমাধ্যমে নবী হযরত মুহাম্মদ (সা.) ও খলিফা হজরত উমর (রা.)-সহ সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার (২৮ জুন) রাতে শহরের ক্লাব রোড থেকে উমায়রা ইসলাম নামের ওই নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।


জানা গেছে, উমায়রা ইসলাম দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক আইডিতে ইসলাম, নবী (সা.), সাহাবায়ে কেরাম ও আলেম সমাজ নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ পোস্ট করে আসছিলেন। সর্বশেষ শনিবার হজরত উমর (রা.) ও আমিরে মুয়াবিয়া (রা.)-কে নিয়ে কটূক্তিপূর্ণ পোস্ট দেন তিনি। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে সাধারণ মানুষের। এতে স্থানীয় মুসলিম জনতা, আলেম সমাজ ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা প্রতিবাদে সরব হন।


ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার মডেল থানার সামনে জড়ো হন শত শত মানুষ। তারা স্লোগান দিয়ে অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, “সামাজিক মাধ্যমে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”


এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) মামলার কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে।


এ ঘটনায় মৌলভীবাজারে ধর্মীয় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



---



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ