Header Ads Widget

১৮তম নিবন্ধনের ফল বাতিলের দাবিতে এনটিআরসিএ ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

 ✏ অনলাইন ডেস্ক | রাজবাড়ী সার্কেল

📅 প্রকাশ: ২৯ জুন ২০২৫




১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিলের দাবিতে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক চাকরি প্রত্যাশী। ফলাফলে বৈষম্য ও অসঙ্গতির অভিযোগ তুলে তারা সঠিক যাচাই-বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানের দাবি জানান। তবে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জের শিকার হন তারা।


রোববার (২৯ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এনটিআরসিএ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীরা জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে বললে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


ফলাফলে ‘বৈষম্য’ ও অভিযোগ


উল্লেখ্য, গত ৪ জুন এনটিআরসিএ ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়। পরবর্তীতে ২৩ জুন সংশোধিত ফল প্রকাশ করে আরও ১১৩ জনকে উত্তীর্ণ তালিকায় যুক্ত করা হয়। এনটিআরসিএর দাবি, কারিগরি ত্রুটির কারণে এই সংশোধন প্রয়োজন হয়।


তবে ফলাফল প্রকাশের পর থেকেই প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, ভাইভায় ভালো পারফর্ম করেও তারা ফেল করেছেন। বিশেষ করে বোর্ডভিত্তিক ফলাফলে বিস্তর তারতম্য ও অনিয়মের অভিযোগ ওঠে।


বরিশাল থেকে আসা চাকরি প্রত্যাশী ফাতিমা বেগম বলেন, “ভাইভায় সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে ফেল দেখানো হয়েছে। এটা কোনোভাবেই ন্যায্য নয়।”


একই অভিযোগ করেছেন চাঁদপুরের প্রিয়াঙ্কা ও ব্রাহ্মণবাড়িয়ার মাহমুদা বেগম। তাদের বক্তব্য, মৌখিক পরীক্ষায় বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন।


উপদেষ্টার আশ্বাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা


ফলাফলে অনিয়মের অভিযোগ নিয়ে আন্দোলনকারী এক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেখানে এনটিআরসিএর প্রধান উপদেষ্টার সহকারী সচিব আন্দোলনকারীদের দাবি শুনে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।


তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, কেবল মৌখিক আশ্বাসে তারা সন্তুষ্ট নন। তাদের দাবি, ফলাফল পুনর্বিবেচনা করে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।


পরিসংখ্যান ও পটভূমি


১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেন প্রায় ১৯ লাখ প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮১ হাজার ২০৯ জন। শেষ পর্যন্ত উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে ৬০ হাজার ৬৩৪ জনকে। বর্তমানে এনটিআরসিএ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য যাচাই-বাছাই করছে। এসব পদে সফল প্রার্থীদের নিয়োগের সুপারিশ দেওয়া হবে।



---


নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল নিয়ে এমন অভিযোগ ও উত্তেজনা প্রমাণ করে প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি এখনো রয়ে গেছে। বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ও সমাধান না হলে আগামীতে বৃহত্তর অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ