Header Ads Widget

“এনবিআরের শাটডাউনে স্থবির স্থলবন্দর: পণ্য আটকে ক্ষতির মুখে ব্যবসায়ীরা”

 ✏অনলাইন ডেস্ক

রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২:৩০


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে দেশের সব স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে সীমান্তবর্তী বন্দরগুলোয় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে এবং ব্যবসায়ীরা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে।


শনিবার (২৯ জুন) সকাল থেকে বেনাপোল, সোনামসজিদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোয় শুল্কায়ন ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন। এর ফলে আমদানি-রপ্তানির অনলাইন কার্যক্রমসহ সব ধরনের বিল অব এন্ট্রি দাখিল বন্ধ রয়েছে।


বেনাপোল কাস্টমস হাউজের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।


এনবিআর কর্মকর্তারা তাদের ‘প্রতিহিংসামূলক বদলি আদেশ’ প্রত্যাহার এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে পুরো সপ্তাহজুড়ে কলম বিরতির কর্মসূচি পালন করেন তারা।


বন্দর এলাকায় বিপুল সংখ্যক ট্রাক আটকে থাকার কথা জানিয়ে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “শনিবার সকাল থেকে সব কার্যক্রম বন্ধ থাকায় নতুন কোনো ট্রাক প্রবেশ করেনি, ফলে আমদানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।”


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরেও একই অবস্থা দেখা গেছে। বন্দরের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, “ভারতের মহদিপুর স্থলবন্দরে কয়েকশ' পণ্যবাহী ট্রাক আটকে আছে।” সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, কর্মসূচি অনুযায়ী শুল্ক আদায়ের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।


ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময় ধরে পণ্য আটকে থাকায় ডেমারেজ বাড়ছে, অনেক কাঁচামালের গুণগত মান নষ্ট হচ্ছে এবং কিছু পচনশীল পণ্যও নষ্ট হয়ে যাচ্ছে। এতে রপ্তানিকারকরা সময়মতো কাঁচামাল না পেলে আন্তর্জাতিক বাজারেও ক্ষতির মুখে পড়তে পারেন।


সন্ধ্যার পর কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এই অচলাবস্থা কবে নাগাদ কাটবে, তা নিয়ে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা বাড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ