Header Ads Widget

‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল, যুক্ত হলো দুটি নতুন দিবস

✏ অনলাইন ডেস্ক | রাজবাড়ী সার্কেল

📅 প্রকাশ: ২৯ জুন ২০২৫





সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পূর্বঘোষিত ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ বাতিল করা হয়েছে। তবে নতুন করে দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ—এগুলো হলো ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’।


রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।


এর আগে ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দিয়েছিল। এতে এসব দিবস যথাযথভাবে উদযাপন করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। দিবস দুটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্তও করা হয়।


তবে উপদেষ্টা পরিষদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৮ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট ও ১৬ জুলাই যথাক্রমে ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে।


সরকারি সূত্র জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাবলিকে আরও স্পষ্টভাবে জাতীয়ভাবে মূল্যায়নের উদ্দেশ্যে নতুন এই দিবস নির্ধারণ করা হয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ