✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১:৩০
ভালোবাসার টানে একসময় ঘর বাঁধলেও সেই সম্পর্কই আজ বিষাদে ভরা। দীর্ঘদিনের দাম্পত্য কলহের এক নাটকীয় পরিণতিতে নিজের ঘরের মধ্যেই কবর খুঁড়ে বসেছেন স্বামী—এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার কদমতলি গ্রামে।
প্রায় ১৩ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাজেরা বেগম ও জাফর হোসেন। বিয়ের পর থেকেই তারা কদমতলি গ্রামে বসবাস করছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের উষ্ণতা হারিয়ে কলহে পরিণত হয়। আর সেই দ্বন্দ্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে যখন জাফর হোসেন ঘরের ভেতরেই নিজের কবর খুঁড়ে ফেলেন।
এ বিষয়ে জাফর হোসেন বলেন, “বউ কথা শোনে না, প্রতিদিনের ঝগড়া আর সহ্য হয় না। তাই আগেই কবর খুঁড়ে রাখছি—যেন মারলে এইখানেই কবর দেয়। আমার তো আর কোনো জায়গা নাই।”
অন্যদিকে, স্বামীর এমন ‘কাণ্ডে’ হতবাক স্ত্রী হাজেরা বেগম বলেন, “আমি বহু বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আলাদা থাকতে শুরু করি। এখন সে এসব নাটক করছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, এই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। তবে ঘরের মধ্যে কবর খুঁড়ে বসার মতো ঘটনা এর আগে কেউ দেখেননি। অনেকেই একে মানসিক চাপের বহিঃপ্রকাশ বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে ‘দাম্পত্য নির্যাতনের নাটকীয়তা’ হিসেবে দেখছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিষয়টি, যা নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা।
শেষ কথা, ভালোবাসা থেকে শুরু হলেও এই সম্পর্ক আজ দাঁড়িয়েছে একেবারে বিচ্ছেদের মুখে, যেখানে ভালোবাসা নয়—রাজত্ব করছে হতাশা, কলহ আর কবরের ছায়া।
0 মন্তব্যসমূহ