Header Ads Widget

তেহরানের কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

 ✏অনলাইন ডেস্ক

রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১:৪৮


ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরাইলের বিমান হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। নিহতদের মধ্যে কারা-কর্মী, সেনাসদস্য, বন্দি, দর্শনার্থী এবং পার্শ্ববর্তী বাসিন্দারাও রয়েছেন।


রোববার (২৯ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, “এভিন কারাগারে শহীদ হয়েছেন ৭১ জন। নিহতদের মধ্যে প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীর সদস্য, বন্দি, বন্দিদের স্বজন এবং কারাগারের আশপাশের বাসিন্দারাও আছেন।”


২৩ জুন, ইসরাইল-ইরান বিমানযুদ্ধের শেষপ্রান্তে এ হামলা চালানো হয়। সামরিক ও পরমাণু স্থাপনার বাইরেও এভিন কারাগারে হামলার মাধ্যমে ইসরাইল ইরানের রাজনৈতিক প্রতীকেই নিশানা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


বিচার বিভাগের তথ্য মতে, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর জীবিত বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে।


উল্লেখ্য, এভিন কারাগারে বহু বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস, যাঁরা বিগত তিন বছর ধরে আটক।


হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে লেখেন, “তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”


হামলার ঘটনায় ইরানজুড়ে চলছে ব্যাপক ক্ষোভ ও শোক। তবে ইসরাইল এখনো এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ