Header Ads Widget

সেনা কর্মকর্তা সেজে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে, ফয়সাল আটক

 ✏অনলাইন ডেস্ক

📍রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ৩০ জুন ২০২৫



গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।


রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।


আটককৃত ফয়সাল আহমেদ নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তোলেন ফয়সাল। পরে গত ২৫ মে গোপনে তাকে কোর্ট ম্যারেজে নিয়ে যান। বিয়ের পর নানা অজুহাতে ছাত্রীটির বাবার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন।


এরপর ফের টাকা নিতে শ্বশুরবাড়িতে গেলে তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে স্থানীয়রা। পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে এসে ফয়সালকে আটক করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


এ সময় তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।


কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



---



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ