✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৮ জুন ২০২৫, ৪:২৬
কুষ্টিয়ার সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পুরাতন হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান জামালপুর জেলার বাসিন্দা। তিনি কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, সকালে পুলিশের একটি দল মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করছিল। এ সময় একটি ১০ চাকার ট্রাক কুষ্টিয়া থেকে বালু নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। একই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। দুটি যানবাহন পুরাতন হাইওয়ে থানার সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল হাফিজুর রহমান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
0 মন্তব্যসমূহ