Header Ads Widget

পাবনায় বড়াল নদে গোসল করতে নেমে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু


✏অনলাইন ডেস্ক

রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৮ জুন ২০২৫, ৪:৪৫




পাবনার ফরিদপুরে বড়াল নদে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে চাচাতো ভাই-বোন। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার উত্তর থানাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭)।


তিন্নি খাতুন উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলরের মেয়ে এবং জোবায়ের আহমেদ একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।


স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের বড়াল নদে গোসল করতে নামে তিন্নি ও জোবায়ের। কিন্তু সাঁতার না জানায় অল্প সময়েই তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এরপর শিশু দুজনকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা।


দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেলে স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, “কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


স্থানীয় এলাকাজুড়ে শিশুদুটির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ