Header Ads Widget

পিএসজির কাছে বিধ্বস্ত মেসির মায়ামি, ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়

 ✏অনলাইন ডেস্ক

📍রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ৩০ জুন ২০২৫



ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)-এর বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রের এই দলটিকে।


ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে পিএসজি। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় জোয়াও নেভেস হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩৯তম মিনিটে একই খেলোয়াড় দলের দ্বিতীয় গোল করেন ফ্যাবিয়ান রুইজের পাস থেকে। ৪৪ মিনিটে মায়ামির ডিফেন্ডার টমাস এভিলেস আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি গোল করে প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড় করান ৪-০।



ম্যাচে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারেনি মায়ামি। যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ের চেষ্টা দেখা যায় মেসিদের মধ্যে। ৬০ মিনিটে মেসির পাস থেকে সহজ সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ, কিন্তু কাজে লাগাতে পারেননি। মেসি নিজেও একবার হেড করেছিলেন, কিন্তু দারুণ সেভ করেন জিয়ানলুইজি দোন্নারুমা।


পুরো ম্যাচে বল দখল, পাসিং, আক্রমণ—সবক্ষেত্রেই আধিপত্য ছিল ফরাসি ক্লাবটির। পিএসজি বল দখলে ছিল ৬৭ শতাংশ এবং মোট ১৯টি শটের মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়ামির মাত্র ৩টি শটই ছিল অন টার্গেট।


ম্যাচ শেষে পিএসজি নিশ্চিত করেছে শেষ আটের টিকিট, যেখানে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর। আর মেসির ইন্টার মায়ামির জন্য বিশ্বকাপ অভিযান শেষ হলো একটি তিক্ত পরাজয়ের মধ্য দিয়ে।




গোল: নেভেস (৫’, ৩৯’), আত্মঘাতী (৪৪’, এভিলেস), হাকিমি (৪৫+৩’)


মেসি ও সুয়ারেজ ছিলেন নিষ্প্রভ


দোন্নারুমার সেভে বঞ্চিত মেসির একমাত্র জোরালো হেড


বল দখল: পিএসজি – ৬৭%, মায়ামি – ৩৩%


শট: পিএসজি – ১৯ (অন টার্গেট ৯), মায়ামি – ৭ (অন টার্গেট ৩)



মায়ামির বিদায়টি ছিল প্রত্যাশিত হলেও, পিএসজির এমন একতরফা আধিপত্যে মেসিদের নিষ্প্রভ হয়ে যাওয়া হতাশাজনকই ছিল বিশ্বজুড়ে সমর্থকদের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ