✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৭ জুন ২০২৫, ৩:৪০
যুক্তরাষ্ট্রের মাটিতে বোমা হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইসরাইল— এমন বিস্ফোরক দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় ঘরানার সংবাদমাধ্যম তেহরান টাইমস। প্রতিবেদনে বলা হয়, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বাধানো এবং আন্তর্জাতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করা।
তেহরান টাইমস দাবি করেছে, ইরানি গোয়েন্দারা এক বন্ধুরাষ্ট্রের সহায়তায় এই পরিকল্পনার তথ্য জানতে পারে। সম্ভাব্য ওই হামলার আগেই তারা মার্কিন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে, যার ফলে ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই তা ভেস্তে যায়। পরিকল্পনার মূল কৌশল ছিল যুক্তরাষ্ট্রে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এরপর তথ্য-প্রমাণ সাজিয়ে দেখানো যে, এই হামলার পেছনে রয়েছে ইরান। উদ্দেশ্য ছিল মার্কিন জনমত উত্তপ্ত করে ওয়াশিংটনকে সামরিক প্রতিক্রিয়ায় বাধ্য করা।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের তথ্য যদি সত্যি হয়, তবে তা মধ্যপ্রাচ্যে নতুন ধরনের উত্তেজনার জন্ম দিতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে।
এদিকে, এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগেই (১৩ জুন) ইসরাইল বিনা উসকানিতে ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরাইলে। টানা ১২ দিনের সংঘাতে ইরানে প্রাণ হারান কমপক্ষে ৬০৬ জন এবং আহত হন ৫ হাজার ৩৩২ জন। আর ইসরাইলে নিহত হন ২৯ জন এবং আহত হন ৩ হাজার ৪০০ জনের বেশি।
এ সংঘাতে প্রকাশ্য সমর্থন জানায় পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে দ্বিপাক্ষিক সংঘর্ষ বন্ধ হয়।
তেহরান টাইমসের দাবি নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরাইলের ত্রিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
0 মন্তব্যসমূহ