Header Ads Widget

বাংলাদেশে নতুন অধ্যায় সূচনা করে ‘রক্তাক্ত জুলাই’

 ✏অনলাইন ডেস্ক

📍রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ১ জুলাই ২০২৫



বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাসের সূচনা এক নতুন অধ্যায়ের নাম—‘রক্তাক্ত জুলাই’। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণআন্দোলনে।


সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে চলে আসা ৫৬ শতাংশ কোটা প্রথা বহুদিন ধরেই ছিল প্রশ্নবিদ্ধ। যদিও এটি মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ ছিল, কিন্তু এর বিরোধিতা করে ২০১৮ সালেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সেই আন্দোলন আবারও নতুন মাত্রায় জ্বলে ওঠে ২০২৪ সালে, যখন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটার বাতিল আদেশ অবৈধ ঘোষণা করে। শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন।


১ জুলাই থেকে দেশজুড়ে শুরু হয় লাগাতার কর্মসূচি। ঢাবি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের দাবিতে মুখর হয়ে ওঠেন। রাজপথ দখলে নেয় তরুণ সমাজ। ঢাকার রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে এই আন্দোলন।


এই প্রতিবাদ শুধু কোটা সংস্কারের আওয়াজ নয়, এটি ছিল সামগ্রিকভাবে রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজের একটি ঐক্যবদ্ধ অবস্থান। ৪ জুলাইয়ের মধ্যে সরকারের কাছে দাবি মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেয় শিক্ষার্থীরা। আইনগতভাবে সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে, এই হুঁশিয়ারি দিয়েই এগিয়ে চলে 'রক্তাক্ত জুলাই'র প্রতিদিন।


এই আন্দোলন আবারও প্রমাণ করেছে—বাংলাদেশের শিক্ষার্থীরা কেবল বইয়ের পাতা নয়, সময় এলেই ইতিহাসও লিখে দিতে জানে। ‘রক্তাক্ত জুলাই’ হয়ে থাকুক সেই ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়, যেখানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্রসমাজের যৌক্তিক কণ্ঠস্বর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ