Header Ads Widget

ইরাকের বিমানবন্দরে রকেট হামলা, আহত ২

 ✏অনলাইন ডেস্ক

📍রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ১ জুলাই ২০২৫



ইরাকের উত্তরের কিরকুক প্রদেশে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ জুন) রাতের এই হামলায় কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক সেকশনে দুটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চান।


নিরাপত্তা সূত্র মতে, হামলার ঘটনায় একটি রকেট বিস্ফোরিত হয়নি। অপর একটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ার একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, এতে বাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


কিরকুক বিমানবন্দরের সামরিক সেকশনে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। তবে হামলায় বিমানবন্দরের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ইরাকে চলমান নিরাপত্তাহীনতা এবং বিচ্ছিন্ন হামলার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ