রাজবাড়ী থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা এবং এএসআই (নিঃ) মোঃ নুর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর (নিউ কলোনী) এলাকা থেকে মোঃ মিলন শেখ (৩৬), পিতা মৃত নজরুল শেখ, সাং-বিনোদপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মাদক সংক্রান্ত একটি মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ও পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। তাকে গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানায়, জেলার প্রতিটি থানায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকসহ সকল ধরনের অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে পুলিশ বদ্ধপরিকর।
0 মন্তব্যসমূহ