Header Ads Widget

মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব: রাজবাড়ীতে নাহিদ ইসলাম

 


"মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব" — এমন প্রত্যয় নিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা। বৃহস্পতিবার রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


নাহিদ ইসলাম বলেন, “আমরা ৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে ঘরে ফিরব না। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করব। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না।”

তিনি আরও বলেন, “মানুষের মুক্তির এ আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরব। এজন্য রাজবাড়ীবাসীকে পাশে পেতে চাই। তারা আমাদের বৈধতা ও নিরাপত্তার আশ্রয়স্থল। তাদের উপর আঘাত এলে আমরা ঘরে বসে থাকব না।”


গোপালগঞ্জে সম্প্রতি এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা স্মরণ করে তিনি বলেন, “গতকাল যারা হামলা চালিয়েছে তারা ভেবেছিল আমাদের পদযাত্রা থেমে যাবে। যারা আতঙ্ক তৈরি করে সুযোগ নিতে চেয়েছে, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। আমরা ৫ আগস্টের পরে পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।”


পথসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এসময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রাজবাড়ী পর্ব শেষে নেতাকর্মীরা জানান, এই পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন, যা কোনো বাধা দিয়েই থামানো যাবে না।



---

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ