Header Ads Widget

মেয়ের বিয়ের দিনে বাবার মৃত্যু, শোকের ছায়ায় অনুষ্ঠান

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মেয়ের বিয়ের দিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন আজিজুর রহমান (৬৫) ওরফে কালা মিয়া। শুক্রবার (১৫ আগস্ট) শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কনে রুনা আক্তারের বিয়ের সব আয়োজন শেষ হয়ে গিয়েছিল। দুপুরে বরযাত্রী আসার অপেক্ষায় পরিবার ও অতিথিরা অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ করে কনের বাবা আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

বরযাত্রীরা বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে। আনন্দঘন বিয়ের আসর মুহূর্তেই শোকে পরিণত হয়। তবে পরিবারের সিদ্ধান্তে এবং কনের মানসিক দৃঢ়তায় বাবার মৃত্যুর পরও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বর জাহিদ হাসান মিরসরাই উপজেলার দক্ষিণ সোনার পাহাড় গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এদিকে আজিজুর রহমানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ