Header Ads Widget

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

 


খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখার লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল তালা কাটা দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এসে রূপসা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্যাংক ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি অর্থ ছিল। ঘটনার পর ব্যাংকের ভেতরে মাত্র ১৪০০ টাকা উদ্ধার হয়েছে, বাকিটা চুরি হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, কয়েকটি তালা ভেঙে চোরেরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং ভল্ট ভেঙে টাকা নিয়ে যায়। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড ঘটনাস্থলে ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ