শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে শ্রীবরদীর ধোবারচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম দসুরা ছনকান্দা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি শ্রীবরদীর বারোদোয়ারি মসজিদে একটি মিলাদ মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। পথে চলন্ত রিকশার চাকায় তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
0 মন্তব্যসমূহ