কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়ার নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) এবং মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন ও সিয়ামসহ ১৫–২০ জন যুবক অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেস করছিলেন। তারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপের চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে।
0 মন্তব্যসমূহ