রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি মালবোঝাই ট্রলার পন্টুনের ধাক্কায় মুহূর্তেই ডুবে যায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান ও দর্শনার্থী আজিজ মুন্সি জানান, সন্ধ্যায় ৫নং ফেরিঘাটে একটি বালুবোঝাই বলগেট পন্টুনে বাঁধা ছিল। তীব্র স্রোতের টানে বলগেটের রশি ছিঁড়ে গিয়ে পেছনে থাকা কার্গো জাহাজে সজোরে ধাক্কা দেয়। কার্গোর ওপর থাকা লোকজন অল্পের জন্য নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পান।
পরে বলগেট ও কার্গো দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটের পন্টুনে ধাক্কা দেয়। ধাক্কায় পাশে থাকা একটি মালবাহী ট্রলার মুহূর্তেই ডুবে যায়। ট্রলারটি চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বাচ্চু খা (৪০)। তার সঙ্গে ছিলেন ভাতিজা সাব্বির খাঁ (২০)। দুর্ঘটনার সময় দুজনেই পন্টুনের রশি ধরে কোনোভাবে তীরে উঠে আসতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত বাচ্চু খা জানান, তার নদীপাড়ের বসতবাড়ি ভাঙনের কবলে পড়ায় মালামাল সরিয়ে নিতে ট্রলার ব্যবহার করছিলেন। এ সময় দুর্যোগপূর্ণ অবস্থায় ট্রলারটি ডুবে যায়।
বাচ্চুর বড় ভাই সালাম খা বলেন, “ট্রলারটি বানাতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছিল। নদী ভাঙনে ঘরবাড়ি হারানোর পর একমাত্র উপার্জনের উৎস ট্রলারটিও গেলো। তবে আল্লাহর রহমতে মানুষদুইটা বেঁচে গেছে, এটাই বড় শান্তি।”
স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়ে উদ্ধার কাজের সহযোগিতা করেন।
---
0 মন্তব্যসমূহ