চট্টগ্রামের এমইএস কলেজের ছাত্রলীগ নেতা পরিচয়ধারী বিজয়কে সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়েও গ্রেফতার এড়াতে পারেননি। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএনপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন বিজয়। প্রাণ রক্ষার জন্য তিনি জিইসি মোড় সংলগ্ন একটি ভবনের ছাদের সেপটিক ট্যাংকের ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ সেখান থেকেই তাকে আটক করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সেপটিক ট্যাংকের ভেতর ঢুকে লুকিয়ে আছেন বিজয়। তার শরীরের ওপরের অংশ বাইরে বেরিয়ে আছে। এক পুলিশ সদস্য তাকে “আস আস” বলে ডাকছেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, “বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।”
তবে ছাত্রলীগের কোনো কেন্দ্রীয় বা স্থানীয় কমিটিতে বিজয়ের আনুষ্ঠানিক পদ-পদবি নেই বলেও জানা গেছে। তিনি এমইএস কলেজ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
---
0 মন্তব্যসমূহ