চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল মুফতি হারুন ইজহারসহ ৭ আসামিকে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় খালাস দিয়েছেন।
সোমবার (৪ আগস্ট) বিচারক আবু হান্নান এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবদুস সাত্তার সরোয়ার বলেন, “আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগে সাক্ষীরা অপরাধ প্রমাণে ব্যর্থ হন। প্রমাণের ঘাটতির কারণে আদালত তাদের খালাস দিয়েছেন।”
খালাস পাওয়া আসামিরা হলেন— মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির এবং আবদুল্লাহ আল আমিন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার রাবারবাগান গোদারপাড় এলাকার একটি পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র্যাব। অভিযানে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনায় মুফতি হারুন ইজহারসহ আটজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের অভাবে আসামিদের অব্যাহতি দেওয়া হলো বলে জানান আদালত।
---
0 মন্তব্যসমূহ