মাইলস্টোন স্কুল ও কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে মানবতা ব্লাড ফাউন্ডেশন।
রবিবার ডাউকি আলী আল মূতজা হাফেজিয়া মাদ্রাসা ও বেলগাছি মুসলিম মিশন হাফেজিয়া মাদ্রাসায় পৃথকভাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ২০০ জনেরও বেশি ছাত্র মাহফিলে অংশ নিয়ে মুমিন ভাই-বোনদের জন্য দোয়া করেছেন। এছাড়া দুই মাদ্রাসার সম্মানিত হুজুরগণ উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
মানবতা ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, নিহতদের জন্য দোয়া ও আহতদের সুস্থতার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক কর্মকাণ্ডে কাজ করে যাবে।
0 মন্তব্যসমূহ