রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা–পুত্রের নেতৃত্বে হামলায় ইতালি প্রবাসী মো. মাসুম শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মাসুম শেখ বালিয়াকান্দি হাসপাতাল এলাকার সামাদ শেখের ছেলে। তিনি জানান, জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালি যান। তখন তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তার স্ত্রীকে উত্যক্ত করতেন। এ ঘটনায় মামলা হলেও পরে তিনি মামলা তুলে নেন।
মাসুম শেখ অভিযোগ করেন, শুক্রবার জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চুন্নু ও তার ছেলে শিবলুসহ কয়েকজন তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে থানায় মামলা করার চেষ্টা করলে তা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত খোন্দকার শফিউল আজম শিবলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “একটি ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইতালি প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
---
0 মন্তব্যসমূহ