শেষ কবে নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখা গেছে, তা মনে করতেই ভক্তদের কষ্ট হয়। কারণ প্রায় দুই বছর আগে, ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর ব্রাজিলের হয়ে খেলেননি এই তারকা ফরোয়ার্ড।
দীর্ঘ ২২ মাস পর আবারো জাতীয় দলে ফিরছেন নেইমার—এমন খবর দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো। গত জুনে জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও কোচ কার্লো আনচেলত্তি তখন জানিয়ে দেন, নেইমার এখনো পুরোপুরি ফিট নন।
তবে বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত খেলছেন নেইমার। তাঁর পারফরম্যান্স ও ফিটনেস পর্যবেক্ষণে সম্প্রতি সান্তোসের ম্যাচে কোচিং স্টাফ পাঠিয়েছিলেন আনচেলত্তি। এরপরই সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগামী ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে। তখনই নিশ্চিত হবে নেইমারের প্রত্যাবর্তন। সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে মুখোমুখি হবে সেলেসাওরা।
বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
এই নিয়ে আনচেলত্তির অধীনে তৃতীয়বারের মতো মাঠে নামবে ভিনিসিয়াস-রাফিনহারা। এর আগে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল আনচেলত্তির দল।
0 মন্তব্যসমূহ