Header Ads Widget

ইতালি যাওয়ার এক দিন পরই ফেনীর যুবকের মৃত্যু

 


ইতালির রোমে পৌঁছার মাত্র এক দিন পর মারা গেছেন ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২)।


পারিবারিক সূত্র জানায়, শ্বাসনালির ক্যান্সারের চিকিৎসার উদ্দেশ্যে গত ১৬ আগস্ট ইতালি যান তিনি। পরদিন (১৭ আগস্ট) বিকেলে রোমে পৌঁছান। এরপর মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসা শেষে বড় ভাই বাবলু দেওয়ানের বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।


নিহত সোহাগ দেওয়ান পৌর এলাকার মিরু দেওয়ানের ছোট ছেলে। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।


তার বাবা মিরু দেওয়ান জানান, ইতালির হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন সোহাগের শ্বাসনালির প্রায় ১৫ শতাংশ অংশ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। নিয়মিত ওষুধে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা গেলেন।


সোহাগের বড় বোন আয়েশা বলেন, ছোট ভাইয়ের স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। তবে তার মূল উদ্দেশ্য ছিল শ্বাসনালির উন্নত চিকিৎসা করানো।


২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধপথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেন সোহাগ। একই বছরের ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয়। পরবর্তীতে ১৭ জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসে ভিসার আবেদনপত্র জমা দেন তিনি। মাত্র ১০ দিনের মধ্যে, ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা।


এদিকে, কাগজপত্র ঠিক করে মরদেহ দেশে আনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন নিহতের বড় ভাই বাবলু দেওয়ান।



---

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ