Header Ads Widget

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

 


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।


গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে একটি যাত্রীবাহী বাস, একটি মোটরসাইকেল এবং একটি জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী ওই বাসে সবাই আফগান নাগরিক ছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।


প্রথমে বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক, তার সহকারী এবং মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ চারজন ছাড়া বাকি ৬৭ জন নিহত বাসযাত্রী ছিলেন। মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।


এএফপির খবরে জানা যায়, নিহতদের বেশিরভাগই ইরান থেকে ফেরত আসা শরণার্থী। ইরান সরকার শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ ৬০ হাজার আফগান দেশে ফিরেছেন। নিহতরা সবাই ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন এবং দেশে ফিরছিলেন।


আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং বেপরোয়া গাড়ি চালনার কারণে এমন দুর্ঘটনা নিয়মিত ঘটছে। গত ডিসেম্বরে একই ধরনের দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।



---


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ