নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজবাড়ী জেলা শহরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেল ৪টা থেকে জেলা শহরের কলেজ রোড ও পৌর মার্কেটের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ীর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব হাফিজুর রহমান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ও মানহীন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ মেলে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আয়াত বিরানি হাউস এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, হিরন ফুড এন্ড কফি হাউসকে ২ হাজার এবং রমজান হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মোঃ মানিক মিয়া এবং শৃঙ্খলা রক্ষায় পুলিশ লাইনের একটি টিম।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
---
0 মন্তব্যসমূহ