পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি হাসিনা বেগম (৪৫)। ভাইয়ের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করায় এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার শ্যামলীর সিডনি অ্যান্ড ইউরোলোজি হাসপাতালে অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের নেতৃত্বে হাসিনা বেগমের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয় তার ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) দেহে। বর্তমানে ভাইবোন দুজনই সুস্থ রয়েছেন।
দুই সন্তানের জননী হাসিনা বেগম বলেন, "ভাইয়ের একটি কিডনি অকেজো হয়ে পড়লে সে গুরুতর অসুস্থ হয়ে যায়। ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এখন সে আশঙ্কামুক্ত। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।"
হাসিনা বেগমের স্বামী ও মঠবাড়িয়া ধানীসাফা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন জানান, প্রায় সাত মাস আগে তার শ্যালক হাসানের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার কথা ডাক্তাররা জানান। পরে স্ত্রী হাসিনা নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন। তার স্ত্রী ভাইয়ের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বোন হাসিনার মানবিক এই সিদ্ধান্তকে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
---
0 মন্তব্যসমূহ