Header Ads Widget

রাজবাড়ীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

 

ছবি : দৈনিক মাতৃকণ্ঠ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান।


মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।


অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, শহীদ কুরমান শেখের ছেলে রমজান শেখ, শহীদ গণি শেখের স্ত্রী লাকী আক্তার এবং শহীদ সাগরের পিতা মো. তোফাজ্জল হোসেন।


স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা মেঘলা খাতুন, জুবাইদা রহমান সোহানা, আলতাফ মাহমুদ, এডভোকেট ফিরোজ উদ্দিন, আলী আহসান, মীর মাহমুদ সুজন, রতন মোল্লা, হাসিবুল ইসলাম শিমুল ও মিরাজুল মাজিদ তূর্য্য।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন,


> “গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট ও স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ। সরকার এবং জেলা প্রশাসন তাদের পাশে আছে ও থাকবে।”




অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আজমীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও জুলাই যোদ্ধারা।


অনুষ্ঠান শেষে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে ‘চব্বিশে রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রতিবেদন : দৈনিক মাতৃকন্ঠ 


 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ