Header Ads Widget

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি-২০২৫ পালন উপলক্ষে''পাংশায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

 ✏ মো. আকাশ মাহমুদ, পাংশা

রাজবাড়ী সার্কেল



জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি-২০২৫ পালন উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে রাজবাড়ীর পাংশায় দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ৫ আগস্ট (৩৬ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

পরে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।


জুলাই গণঅভ্যুত্থানে শহিদের আত্নার মাগফিরাত কামনায় ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলীমুজ্জামান।


অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ