ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগকে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা শিখিয়েছে বিএনপি। আগে জয় বলতো মৌলবাদী ঠেকাও, এখন তারেক রহমানও মৌলবাদী ঠেকানোর কথা বলছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের গীর্জা মহল্লা সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটের জন্য গত ৫৩ বছরের শাসক দলগুলো দায়ী। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে ফেলেছে, দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। পুনরায় ক্ষমতায় এলে কী হবে, তা আল্লাহ ভালো জানেন। জনগণ আর দুর্নীতিগ্রস্ত কোনো দলকে ক্ষমতায় আনবে না।”
ফয়জুল করিম আরও বলেন, “বিএনপির ভোট নেই। এই ভোট ছিল একসময় মুসলিম লীগের। ভোটাররা গোলাম নয়, তারা ভোট দেয় শান্তিতে থাকার জন্য। আওয়ামী লীগের ভোট সেই পাবে, যারা নিরাপত্তা দিতে পারবে।”
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি গাজী মুহাম্মদ রেদোয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মিশকাতুল ইসলামসহ মহানগর, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
---
0 মন্তব্যসমূহ