Header Ads Widget

প্রেম করে বিয়ে, ৬ মাসের মাথায় কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 


কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিয়ের ছয় মাসের মাথায় সামিয়া খাতুন (১৪) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পরিবার দাবি করছে এটি স্বাভাবিক মৃত্যু, তবে নিহতের পরিবার বলছে সামিয়াকে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকায়। মৃত সামিয়া উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাঠিয়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে এবং মির্জাপুর এলাকার সাহেব আলীর ছেলে জীবনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ছয় মাস আগে সামিয়া ও জীবনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। বিষয়টি মীমাংসায় উভয় পরিবার একাধিকবার বসেছিলেন। তবে শুক্রবার রাতে হঠাৎ সামিয়ার মৃত্যু হয়।

শনিবার সকালে সামিয়ার পরিবারের সদস্যরা খবর পেয়ে জীবনের বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখেন।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ