রাজবাড়ীতে পদ্মা নদীর পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এতে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নদীর তীরবর্তী চারটি উপজেলা—সদর, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দে নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে।
জানা গেছে, এ চার উপজেলার অন্তত ১৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির তোড়ে আবাদি জমি, ঘরবাড়ি ও জনবসতি জলাবদ্ধ হয়ে পড়ছে। সদ্য রোপা আমন ধান, মরিচ, সবজি ও বিভিন্ন ফসলি জমি পানিতে ডুবে ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন পানি বাড়তে থাকায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন। ফসল হারিয়ে অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৮.০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার চিহ্নিত মাত্রা হলো ৮.২০ সেন্টিমিটার।
পানি আরও বাড়তে থাকলে বন্যার ঝুঁকি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
0 মন্তব্যসমূহ