গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কর্মীরা প্রবেশ করায় অভিনব প্রতিবাদ জানিয়ে কার্যালয়টি এক মণ দুধ দিয়ে ধুয়ে দিয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাতে এই প্রতীকী কর্মসূচি পালন করেন তারা।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে বিএনপির একাংশ আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এটি দলীয় শৃঙ্খলার লঙ্ঘন ও গণঅভ্যুত্থানের চেতনার অবমাননা বলে দাবি করেন তারা।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন জানান, “এই অফিসে যারা প্রবেশ করেছে তারা ফ্যাসিবাদের দোসর। তাই এক মণ দুধ দিয়ে আমরা পুরো অফিস চত্বর ধুয়ে দিয়েছি— এটা ছিল আমাদের প্রতীকী বার্তা।”
ঘটনার ভিডিওতে দেখা গেছে, ছাত্রদল ও যুবদলের কর্মীরা বক্তৃতা দিচ্ছেন এবং বালতিভর্তি দুধ দিয়ে কার্যালয়ের বারান্দা ও প্রবেশপথ ধুয়ে দিচ্ছেন।
বিষয়টি নিয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক হলেও তরুণদের দায়িত্ববোধ ও দলের প্রতি শ্রদ্ধাবোধ প্রশংসনীয়। তবে আমাদের সব কাজই দলীয় শৃঙ্খলার মধ্যেই রাখতে হবে।”
এই ‘শুদ্ধি অভিযান’ বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান এবং সাংগঠনিক ভাবমূর্তি নিয়েও বিভিন্ন মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
0 মন্তব্যসমূহ