Header Ads Widget

রাজবাড়ীর নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় কর্মকর্তারা


 

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন কর্মকর্তারা। অফিসে কর্মরতদের অভিযোগ, দালাল চক্রের হুমকি ও অসদাচরণের ফলে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সম্প্রতি অফিসে দায়িত্ব গ্রহণ করা উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলাম এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজবাড়ী সদর থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগপত্র দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ জুলাই শ্রীপুর গ্রামের আরাফাত আলম নামের এক ব্যক্তি অফিসে এসে হেল্পডেস্কের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। পরে তিনি স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে অফিস ঘেরাও করেন। নির্বাচন অফিসার জানান, আরাফাত একজন চিহ্নিত দালাল এবং মাদকাসক্ত, যিনি অতীতেও অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

এ বিষয়ে নির্বাচন অফিসার বলেন, “সেবা নিতে আগত প্রকৃত নাগরিকদের হয়রানি ছাড়াই সেবা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু কিছু দালাল নিয়ম বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে কাজ করাতে চান। এদের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না।”

সাধারণ নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি বা হারানো কার্ড উত্তোলনের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। নিজেই যথাযথ কাগজপত্রসহ অফিসে এসে সেবা নিন।”

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, “আমরা একটি লিখিত অবগতি পেয়েছি। তবে এখনো আনুষ্ঠানিক এজাহার পাইনি। এজাহার পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সচেতনতা ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এই দালালচক্র নির্মূল সম্ভব।

সূত্র : সময় সংবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ