Header Ads Widget

কুষ্টিয়ায় পদ্মার পানি বৃদ্ধি: ৫০ হাজার মানুষ পানিবন্দি, ২১ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

 


ভারি বর্ষণ ও ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে।

বিশেষ করে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নৌকা বা ভেলায় করে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করতে হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ২১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

বন্যায় এক হাজার হেক্টরেরও বেশি কৃষিজমি—মরিচ, কলা, ধান, সবজি ও ভুট্টা—তলিয়ে গেছে। গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, নতুন নতুন এলাকায় পানি ঢুকে পড়ছে এবং নদীর পাড়ের কিছু অংশ অরক্ষিত থাকায় লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকি বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ক্ষতির তালিকা প্রণয়ন করছেন এবং উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা প্রদান শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী কয়েকদিন পানি বৃদ্ধির সম্ভাবনা নেই, তবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ