Header Ads Widget

ইতালিতে লেকে ডুবে প্রবাসী বাংলাদেশি শিশুর মৃত্যু

 


ইতালির ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে প্রবাসী বাংলাদেশি আব্দুস সামাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বনভোজনে যাওয়ার সময় লেকের পানিতে গোসল করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আব্দুস সামাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার শম্ভুপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ইতালিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। দুর্ঘটনার সময় ভেনিস থেকে একাধিক পরিবার বনভোজনের উদ্দেশ্যে মোলভেনো লেকে এসেছিল। খাবার সেরে সবাই পানিতে গোসল করতে নামলে সামাদ নিখোঁজ হয়ে যান।

স্থানীয় পুলিশকে খবর দেওয়া হলে হেলিকপ্টার ও ডুবুরি দল মোলভেনো লেকে দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পানির নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে এবং হেলিকপ্টারের মাধ্যমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বিশেষভাবে সতর্ক করছেন, ভ্রমণ বা উৎসবের সময় শিশু-কিশোরদের হাতের নাগালে এবং নিরাপদ দূরত্বে রাখার মাধ্যমে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ