Header Ads Widget

খুলনায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

 


খুলনা নগরীর রয়েল মোড়ে অবস্থিত লাজ ফার্মায় নকল ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ফার্মেসিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ জেলার এডোরাবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানভির আহমেদ পলাশের মাধ্যমে “Ithching Reliefe Lotion” (চুলকানি নিরাময়ক লোশন) নামের একটি নকল চর্মরোগের ওষুধ বাজারজাত করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।


অভিযোগকারী সাইফুল্লাহ আল রাব্বি জানান, তিনি গত মে ২০২৫-এ সোনাডাঙ্গা এলাকার লাজ ফার্মা থেকে উক্ত ওষুধটি ক্রয় করেন। তবে এটি প্রায়ই ফিলিপাইনের আসল ওষুধ হিসেবে বাজারে প্রচার করে বিক্রি করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নকল ওষুধ বিক্রি জনগণের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই আইন অনুযায়ী এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।



---


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ