Header Ads Widget

রাজবাড়ীতে পদ্মার ৯ কেজির চিতল ১৯,৮০০ টাকায় বিক্রি

 


রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ৯ কেজি ওজনের এক বিশাল চিতল মাছ ১৯ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাটিতে কলাবাগান সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার রেজাউলের মাছের আড়তে নিয়ে আসা হলে ৯ কেজি ওজন মেপে নিলামের আয়োজন করা হয়। মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ উন্মুক্ত নিলামে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় চিতলটি কিনে নেন।

পরবর্তীতে তিনি মোবাইল ভিডিও কলে কুমিল্লার এক লন্ডনপ্রবাসী ক্রেতাকে মাছটি দেখান। প্রবাসী ক্রেতা ১৯ হাজার ৮০০ টাকায় চিতলটি কিনে নেন। এতে শাজাহান শেখের ৮০০ টাকা লাভ হয়।

শাজাহান শেখ বলেন, “পদ্মার চিতল মাছের স্বাদ অসাধারণ। বড় আকারের চিতলের বাজারে সবসময়ই বেশি চাহিদা থাকে।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ