Header Ads Widget

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

 


রাজবাড়ীর সদর উপজেলার কাজিকান্দা এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।


রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স ও রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। অভিযানে কাজিকান্দা এলাকার মোঃ শফিকুর রহমানের বাড়ির পেছনের প্রাচীরের পাশে পড়ে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে ট্রিগার ও ফায়ার পিনযুক্ত একটি ওয়ান শুটার গান এবং দুটি কার্তুজ রয়েছে। পরে এসআই মোস্তাফিজ স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করে থানায় জিডি করেন (নং ৩০২, তারিখ ০৭/০৮/২০২৫)।


এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে।



---



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ