রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছোট ভাই-বোনদের সঙ্গে ঝগড়ার পর অভিমানে মিথিলা আক্তার (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিথিলা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মিথিলার বাবা বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ভাই-বোনদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমানে তিনি বিষপান করেন, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
1 মন্তব্যসমূহ
😓
উত্তরমুছুন