Header Ads Widget

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

 



আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শাবান মাস শেষ হয়েছে। তাই কাল থেকে রমজান মাস শুরু হবে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সমন্বয়ে এই সিদ্ধান্ত দিয়েছেন।

সিডনি শহরে চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে, এবং সূর্যাস্তের পর ১২ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে। পার্থ শহরে চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে, এবং সেখানে ১৬ মিনিট পর্যন্ত চাঁদ দেখা যাবে।

ঘোষণার পর, আজ শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার সব মসজিদে তারাবির নামাজ আদায় করা হবে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ চাঁদ অনুসন্ধান করা হবে, বিশেষ করে পবিত্র মক্কায় সন্ধ্যার পর থেকে চাঁদ দেখার প্রচেষ্টা শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ