শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ওপর দুটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। ডকুমেন্টারির শুরুতেই শেখ হাসিনার একটি ভিডিও প্রদর্শন করা হলে, সেই মুহূর্তে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার, জাতীয় নাগরিক কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহরিয়ার হাসনাত অপু।
এছাড়া মঞ্চে নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নেতৃবৃন্দের মধ্যে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ